ক্যানভাস পেপার

সেদিন ক্যানভাস পেপার নিয়ে পোস্ট করার পর অনেকেই ওয়াটার কালার সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন! 

আর আজ সেই ওয়াটার কালার পেপার নিয়ে আসলাম। 

আমাদের অনেকেই হয়ত জানি না যে ওয়াটার কালার করার জন্য আলাদা পেপার ব্যবহার করতে হয়। 

কারন ওয়াটার কালার পেপারে কটনের পরিমান একটু বেশি থাকে, এবং এই পেপার বানানোর প্রসেসটাও একটু ভিন্ন রকম। 

কারন ওয়াটার কালার করতে গিয়ে প্রচুর পানি ব্যবহার করতে হয়, এতে দেখা যায় পেপার ভিজে যায়, ফুলে যায়। 

সেজন্য ওয়াটার কালার করার জন্য যে সকল পেপারগুলো হয় সেগুলো ব্যবহার করাই ভালো। ওয়াটার কালার পেপারের অনেক কোয়ালিটির এবং অনেক ব্র্যান্ডের হয়। 

আমাদের দেশ যে পেপারগুলো হয় সেগুলোকে আমরা হ্যান্ডমেট পেপার নামেই চিনে থাকি। এটার তিনটা কোয়ালিটি হয়। 

আপনি যদি একটু ভালো মানের পেপারে আঁকতে চান তাহলে চায়নিজ জিয়াকিন পেপারটা ব্যবহার করতে পারেন। 

আর যদি আরো ভালো মানের, আরো বেটার কোয়ালিটি চান তাহলে বিশ্ব বিখ্যাত ফেব্রিয়ানো পেপার, ক্যানসন পেপার, বা মন্ট মার্টের ওয়াটার কালার খাতা ব্যবহার করতে পারেন। 

মানে আপনি যত ভালো কোয়ালিটি চান সবগুলোই পাবেন এই ওয়াটার কালার পেপারে। 

এখন আসুন আপনাদের কোন পেপারটা আপনি নিবেন সেটা বলে দেই। 

আপনি যদি বিগিনার হয় তাহলে আমাদের দেশি হ্যান্ডমেট পেপার বা হ্যান্ডমেট পেপারের নোটবুক ব্যবহার করতে পারেন। 

পেপার নেয়াটাই বেটার, এতে আপনি আপনার প্রয়োজন মত পেপার কেটে কাজ করতে পারেন। কারন আমাদের দেশি পেপারগুলো সবগুলোই ২২/২৮ ইঞ্চি বা একটু কম বেশি হয়ে থাকে। 

এগুলো হচ্ছে আমাদের ওয়াটার কালার পেপারের ছোট্ট কালেকশন 😊

অনেক কিছু লিখে ক্যাপশন বিশাল বড় করে ফেললাম সেজন্য দুঃখিত 😓