অয়েল পেইন্টিং অঙ্কনে কি কি তেল এবং কীভাবে ব্যবহার করা হয়?
তৈলচিত্র অঙ্কনে লিনসেড অয়েল( তিশির তেল) ও তার্পিন তেল ব্যবহার করা হয়। লিনসিড অয়েলে রং মিশিয়ে মিশিয়ে ক্যানভাস, মোটা কাগজ বা বা কাপড়ের উপর আঠা লাগিয়ে শুকিয়ে তার উপর তুলি দিয়ে আঁকা হয়। আর তুলিতে রং লেগে সেই রং শুকিয়ে তুলির আশগুলো বা পশম গুলো শক্ত করে ফেলে তাই তার্পিন তেলে ধুয়ে রাখা হয়।
তৈল চিত্র অঙ্কনে লিনসিড অয়েল ব্যবহার করা হয় । বাংলায় যাকে বলে তিসির তেল । এই তেল রিফাইন করে আঁকার কাজে ব্যবহার করা হয় ।তেলরঙ বা তৈলচিত্র (ইংরেজি: Oil painting) হলো এমন একটি শিল্প মাধ্যম যেখানে রঞ্জক পদার্থের সাথেবাইন্ডার বা বন্ধনী হিসেবে শোষক তেল ব্যবহার করা হয়। সাধারনত ব্যব্যহৃত শোষক তেলের মধ্যে রয়েছে
তিসির তেল , পোস্তদানা তেল ,
আখরোট তেল ও কুসুম ফুলের তেল । তেলের সঠিক নির্বাচন তৈলচিত্রে অনেক ভূমিকা পালন করে, যেমন চিত্রকর্মটি কতোটা হলদে হবে বা কতো দ্রুত শুকিয়ে যাবে তা তেলের উপরই নির্ভরশীল। রঙের উজ্জ্বলতার দিকে লক্ষ করলে কিছু পার্থক্য দেখা যায় যা তেলের প্রকৃতির উপর নির্ভরশীল। একজন শিল্পী নির্দিষ্ট রঞ্জক এবং আকাঙ্ক্ষিত কর্মফল পেতে একই চিত্রকর্মে বিভিন্ন তেল ব্যবহার করতে পারেন। মাধ্যমের উপর নির্ভর করে রঙসমূহ এক বিশেষ সামঞ্জস্য লাভ করে। চিত্রকর্মের উজ্জ্বল বার্নিশ ও পালিশের জন্য তেলকে এক প্রকার রজনের সাথে ফোটানো হয়ে থাকে। রজন হিসেবে পাইন বা দেবদারু গাছের রজন অথবা লবান ব্যবহৃত হয়।
তথ্যসূএ: উইকিপিডিয়া এবং guardian. uk.com